Terms of Service – BiotixBD

BiotixBD-তে আপনাকে স্বাগতম। আমাদের ওয়েবসাইট ও সেবা ব্যবহার করার আগে অনুগ্রহ করে নিচের শর্তাবলী ভালোভাবে পড়ে নিন। ওয়েবসাইট ব্যবহার করলে তা স্বয়ংক্রিয়ভাবে আমাদের শর্তাবলীতে সম্মতি প্রদান হিসেবে গণ্য হবে।


১. সাধারণ শর্তাবলী

  • এই ওয়েবসাইট ব্যবহারের মাধ্যমে আপনি আমাদের সকল নীতি, নিয়ম এবং শর্তাবলীতে সম্মত হচ্ছেন।

  • BiotixBD যেকোনো সময় এই শর্তাবলী পরিবর্তন, আপডেট বা সংশোধন করার অধিকার রাখে।


২. পণ্য ও সেবা

  • আমরা সর্বোচ্চ মানসম্পন্ন পণ্য সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ।

  • ওয়েবসাইটে প্রদর্শিত পণ্যের রঙ বা ডিজাইন আপনার ব্যবহৃত ডিভাইস অনুযায়ী কিছুটা ভিন্ন হতে পারে।

  • কোনো পণ্যের প্রাপ্যতা সীমিত হতে পারে এবং স্টক শেষ হয়ে গেলে অর্ডার বাতিল করার অধিকার আমাদের রয়েছে।


৩. অর্ডার ও পেমেন্ট

  • আপনার অর্ডার কেবল তখনই কনফার্ম হবে যখন আমরা তা যাচাই করে গ্রহণ করব।

  • ওয়েবসাইটে প্রদত্ত সকল মূল্য ভ্যাট/ট্যাক্স (যদি প্রযোজ্য হয়) ছাড়া উল্লেখিত হতে পারে।

  • আমরা বিভিন্ন পেমেন্ট মেথড গ্রহণ করি (ক্যাশ অন ডেলিভারি, মোবাইল ব্যাংকিং, ব্যাংক ট্রান্সফার ইত্যাদি)।


৪. ডেলিভারি

  • ডেলিভারি সময় লোকেশন অনুযায়ী ভিন্ন হতে পারে।

  • অপ্রত্যাশিত পরিস্থিতি (প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক পরিস্থিতি ইত্যাদি) কারণে ডেলিভারিতে বিলম্ব হতে পারে।


৫. রিটার্ন ও রিফান্ড

  • রিটার্ন ও রিফান্ড আমাদের নির্ধারিত Refund & Returns Policy অনুযায়ী হবে।


৬. ব্যবহারকারীর দায়িত্ব

  • ওয়েবসাইট ব্যবহারের সময় কোনো প্রকার অবৈধ, বিভ্রান্তিকর বা ক্ষতিকারক কার্যকলাপ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

  • ভুয়া অর্ডার প্রদান করলে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।


৭. মেধাস্বত্ব (Intellectual Property)

  • ওয়েবসাইটে প্রদর্শিত সমস্ত কনটেন্ট (লোগো, ছবি, লেখা, ডিজাইন) BiotixBD-এর সম্পত্তি।

  • আমাদের অনুমতি ছাড়া এগুলো কপি, বিতরণ বা ব্যবহার করা যাবে না।


৮. দায়-অস্বীকার (Disclaimer)

  • আমাদের সেবা ব্যবহারের ফলে কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ ক্ষতির জন্য BiotixBD দায়ী থাকবে না।